পাটের ঝুট ব্যবসায়ী থেকে দেশসেরা ধনী হওয়া সালমান এফ রহমানের জীবনী I Salman F Rahman
সালমান ফজলুর রহমান ১৯৫১ সালের ২৩শে মে ঢাকার দোহার উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ফজলুর রহমান এবং মাতার নাম সৈয়দা ফাতিমা রহমান। তার পিতা ছিলেন অবিভক্ত পাকিস্তানের প্রথম শিক্ষামন্ত্রী। বাংলাদেশে জন্মালেও জনাব সালমানের শৈশব কাটে পাকিস্তানে। তার শিক্ষা জীবন শুরু হয় করাচির নামকরা "করাচি গ্রামার স্কুলে"। পরবর্তীতে তিনি করাচি গ্রামার স্কুল থেকে সেইন্ট প্যাট্রিক্স স্কুলে চলে আসেন এবং ম্যাট্রিক পরীক্ষা দেন। ১৯৬৬ সালে ঢাকায় চলে আসেন। নটর ডেম কলেজে আইএসসিতে ভর্তি হন। এর দুই বছর পর ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে স্নাতকে ভর্তি হন। ১৯৭১ সালে স্নাতক পরীক্ষা দেওয়ার কথা থাকলেও মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় তিনি করাচিতে চলে যান। তারপর আন্দোলনে জড়িত হয়ে পড়েন। করাচিতে গিয়ে করাচি বিশ্ববিদ্যালয় থেকে বিএ সম্পন্ন করেন তিনি। তবে ১৯৬৬ সালে সালমান এফ রহমান এবং তার ভাই সোহাইল রহমান তাদের পারিবারিক পাটকল চালনার মাধ্যমে ব্যবসায় প্রবেশ করেন। বাংলাদেশ সরকার ১৯৭১ সালে পাটকলটি সরকারীকরণ করে। ১৯৭২ সালে তারা বাংলাদেশ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করেন এবং এ প্রতিষ্ঠানের মাধ্যমে ইউরোপের দেশসমূহে সামুদ্রিক মাছ ও চূর্ণ হাড় রপ্তানি শুরু করেন। এর বিনিময়ে তারা দেশে ঔষধ আমদানি করেন। ১৯৭৬ সালে তারা দুই ভাই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে দীর্ঘ নির্বাসন শেষে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল সালমান এফ রহমানের কোম্পানির বিমানে করে। এছাড়া সেসময় ধ্বংস হতে বসা আওয়ামীলীগকে আর্থিকভাবে সহায়তা করেছিলেন সালমান এফ রহমান।