58. সূরা আল- মুজাদিলা, Sura AL- Mujadilah , سورة المجادلة, সুমধুর কণ্ঠে, আরবী তেলাওয়াত বাংলা ও ইংরেজি অনুবাদসহ -By: Abdullah Al-Khala
➽ সূরা এর নাম : সূরা আল- মুজাদিলা
➽Sura Name : Sura AL- Mujadilah
➽ Sura Name : سورة المجادلة
➽ সুরাহ নং : 58.আয়াত সংখ্যা-22, মাদানায় অবতীর্ণ
➽ Sura No : 58, Ayah- 22
➽ Recited By : Abdullah Al-Khalaf @al-khalaf
➽ Channel By : @Quranerbani23
➽ Channel Name : কোরআন ও হাদীসের বাণী
➽ Video Team : Quran & Hadiser Bani
➽ অনুরোধ: মানুষ হিসেবে আমরা ভুলের উর্ধ্বে নই। অনিচ্ছাকৃত ভুল সমুহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । সকল প্রকার ভুল সংশোধনের জন্য দয়া করে কমেন্টস বক্সে জানাবেন। অনাকাংখিত ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। æকোরআন ও হাদীসের বাণী” চ্যানেল টি শুধুমাত্র দ্বীনের দাওয়াত ও সওয়াবের উদ্দেশ্যে পরিচালিত ।
01. ➽ Details Information: 58. সূরা আল- মুজাদিলা, Sura AL- Mujadilah , سورة المجادلة,
1. Name
This Surah is entitled Al Mujadalah as well as Al Mujadilah, the title being derived from the word tujadiluka of the very first verse. As at the outset mention has been made of the woman who pleaded with the Holy Prophet (upon whom be Allah's peace) the case of zihar pronounced by her husband and urged him to suggest a way out of the difficult situation in order to save her
2. Period of Revelation
There is no tradition to tell as to when this incident of pleading and arguing took place, but there is a hint in the subject matter of the Surah on the basis of which it can be said with certainty that it happened some time after the battle of the Trench (Shawwal, 5 A. H.).
3. Subject Matter and Topics
In this Surah instructions have been given to the Muslims about the different problems that confronted them at that time.
From the beginning of the Surah to verse 6 legal injunctions about zihar have been given, along with which the Muslims have been strictly warned that it is contrary to their profession of the Faith that they should still persist in the practices of ignorance after they have accepted Islam, that they should break the bounds set by Allah,
4. In vv. 7-10 the hypocrites have been taken to task for their secret whisperings and consultations by which they conspired and intrigued against the "Holy Prophet and because of their hidden malice and grudge greeted him, like the Jews, in a manner as to wish him ill instead of well. In this connection, the Muslims have been consoled,
5. In vv. 11-13 the Muslims have been taught certain manners of social behavior and given instructions to eradicate certain social evils which were prevalent among the people then as they are today. If some people are sitting in an assembly, and more people arrive, they do not show even the courtesy as to squeeze in so as to make room for others,
➽ 58. সূরা আল- মুজাদিলা, Sura AL- Mujadilah , سورة المجادلة, সম্পর্কে পটভুমি:
1. নামকরণ
নামটি প্রথমে আয়াতের (المجادلة) শব্দ থেকে গৃহীত হয়েছে। সূরার প্রারম্ভেই যেহেতু সে মহিলার কথা উল্লেখ আছে যে, তার স্বামীর ‘যিহারে’র ঘটনা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পেশ করে পীড়াপীড়ি করেছিল যে, তিনি যে এমন কেন উপায় বলে দেন যাতে তার এবং তার সন্তানদের জীবন ধ্বংসের হাত থেকে রক্ষা পায়।
2. নাযিল হওয়ার সময়-কাল
মুজাদালার এ ঘটনাটি কখন সংঘটিত হয়েছিল তা কোন রেওয়াতেই স্পষ্ট করে বর্ণনা করা হয়নি। কিন্তু এ সূরার বিষয়বস্তুর মধ্যে এমন একটি ইংগিত আছে যার ভিত্তিতে নির্দিষ্ট করে বলা যায় যে, এ সূরা আহযাব যুদ্ধের পরে নাযিল হয়েছে। পালিত পুত্র যে প্রকৃতই পুত্র হয় না সে বিষয়ে বলতে গিয়ে আল্লাহ তা’আলা সূরা আহযাবে যিহার সম্পর্কে শুধু এতটুকু বলেছিলেনঃ তোমরা যেসব স্ত্রীর সাথে যিহার করো আল্লাহ তাদেরকে তোমাদের মা বানিয়ে দেননি।
3. বিষয়বস্তু ও মুল বক্তব্য
সেসময় মুসলমানগণ যেসব সমস্যার সম্মুখীন হয়েছিলের এ সূরায় সেসব সমস্যা সম্পর্কে নির্দেশনা দেয়া হয়েছে। সূরার শুরু থেকে ৬ নং আয়াত পর্যন্ত যিহারের শরয়ী হুকুম আহকাম বর্ণনা করা হয়েছে।
4. ৭ থেকে ১০ আয়াতে মুনাফিকদের আচরণের তীব্র সমালোচনা করা হয়েছে। তারা পরস্পর গোপন সলা পরামর্শ করে নানারূপ ক্ষতি সাধনের পরিকল্পনা করতো। তাদের মনে যে গোপন হিংসা বিদ্বেষ ছিল তার কারণে তারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইহুদীদের মত এমন কায়দায় সালাম দিতো যা দ্বারা দোয়ার পরিবর্তে বদ দোয়া প্রকাশ পেতো।
5. ১১ থেকে ১৩ আয়াতে মুসলমানদের কিছু মজলিসী সভ্যতা ও বৈঠকী আদব-কায়দা শেখানো হয়েছে। তাছাড়া এমন কিছু সামাজিক দোষ-ত্রুটি দূর করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে যা মানুষের মধ্যে আগেও ছিল এবং এখনো আছে। কোন মজলিসে যদি বহু সংখ্যক লোক বসে থাকে এমতাবস্থায় যদি বাইরে থেকে কিছুলোক আসে তাহলে মজলিসে পূর্ব থেকে বসে থাকা ব্যক্তিগণ নিজেরা কিছুটা গুটিয়ে বসে তাদের সুযোগ সৃষ্টি করে দেয়ার কষ্টটুকু স্বীকার করতেও রাজী হয় না।
➽ DISCLAIMER: This is an audio of a Quran recitation By: Abdullah Al-Khalaf @al-khalaf we have created a new visual file for the clip, edited the sequence, and added translations so that anyone can understand the meaning of the recitation.
➽ FAIR USE: Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for a fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education, and research.
For Any Inquiry Mail: [email protected]