আজানগাছি ইয়াং ম্যান অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৪দিন ব্যাপি আজানগাছি উৎসব অনুষ্ঠিত হল। আজানগাছি উৎসবের মঞ্চ থেকে এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি বাল্যবিবাহ রোধ এবং ভুয়ো রেজিস্টার নিয়ে বিশেষভাবে একটি আলোচনা সভা আয়োজিত হয়। কিভাবে বাল্যবিবাহ রোধ করা যাবে, ভুয়ো রেজিস্টারদের কিভাবে প্রতিরোধ করবে, কাদের বড় ভুমিকা নিতে হবে তার উপর বক্তব্য রাখেন উপস্থিত বিজ্ঞজনেরা। এদিন এই মঞ্চ থেকে বিশেষ করে ভুয়ো ম্যারেজ রেজিস্টারদের বিরুদ্ধেও সরব হয়েছেন উপস্থিত আইনজীবী, প্রফেসর, সমাজ কর্মী থেকে সকল অথিতিরা, তাদের বক্তব্যে উঠে আসে ভুয়ো মুসলিম ম্যারেজ রেজিস্টাররা সমাজে বাল্যবিবাহের মতো আইনবিরোধী কাজে মদত যোগাচ্ছে
4-day long Ajangachi festival was organized by the Ajangachi Young Man Association. Apart from felicitating the Kriti students of the area from the stage of Ajanagachi festival, a special discussion meeting was organized on prevention of child marriage and fake register. The experts present spoke on how to prevent child marriage, how to prevent fake registers, who should take a big role. On this day, all the guests, from lawyers, professors, social workers, came out against the false marriage registers from this stage, they said that the false Muslim marriage registers are supporting illegal activities like child marriage in the society...