দিনাজপুরের হাকিমপুরে দেশের প্রথম লোহার খনির সন্ধান পেয়েছে বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর-জিএসবি। তারা জানান, ভূপৃষ্ঠ থেকে এ খনির দূরত্ব খুবই কম। এখন সেই খনি থেকে বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করছেন বিশেষজ্ঞরা।
#HiliIronMine #ironmineinbangladesh #independenttv