#বনিআমিন #বনি_আমিন #BoniAmin #Boni_Amin #Kolkata #কলকাতা #শেখ_হাসিনা
আরেকজন চাই, এবার জাপান ও ফিলিপাইনের জন্যে একজন সফর সঙ্গী চাই। আমাদের গাঁটের টাকা দিয়েই আমরা আমাদের নির্বাচিত সফর সঙ্গীকে দেশ ও বিদেশ ঘোরাই। সে ব্যাক্তির ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে ঘরে ফেরত যাওয়া এবং বিদেশে সার্বিক খরচ সব আমরাই বহন করে থাকি। বিনিময়? কিচ্ছু না, শুধু মানবতা এবং বিষাক্ত এই জগতে পরধর্ম সহিষ্ণুতা প্রতিষ্ঠা করা। বাংলাদশের ইতিহাসে একজন - একজন - একজন (তিনবার বললাম) অনলাইন ব্লগার বা কোন ধনী ব্যাক্তির খোঁজ দিন যিনি তার নিজের খরচে জীবনে কাউকে বা কোন যুবককে নিঃস্বার্থে বিদেশ ঘুরিয়েছেন। কিন্তু বনি আমিন তা করছে, অতি নীরবে, ২০১৮ সন থেকে। সফর সঙ্গী নির্বাচনঃ দরখাস্ত বা অন্যকোন গতানুগতিক প্রক্রিয়ায় আমরা সফর সঙ্গী নির্বাচন করি না। সুতরাং দয়াকরে কেউ ইনবক্স মেসেজ বা ইমেইলে কোনভাবে আমার সফরসঙ্গী হতে আবেদন করবেন না। সারাদিন একটি ধবল বক যেমন একটি মাছের আশায় এক পা তুলে কোন জলাশয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকে, আমি সহ আমার আরো দুজন কো অ্যাডমিন নিবিড়ভাবে মাসের পর মাস আমাদের কমেন্টকারী দর্শক শ্রোতাদের দিকে ঠিক একইভাবে তাকিয়ে থাকি, তাদের কমেন্টগুলো আমরা পড়ি, বিশ্লেষণ করি, তার সাধারণ বাঙলা বানান খুঁটে খুঁটে দেখি, তার মেধা ও মননশীলতা আমরা যাচাই করি। যে বলবে 'আমাকে নেন', 'আমি আপনার সাথে যেতে চাই', 'আমি গরিব, আমাকে একবার সুযোগ দেন' তাকে আমরা প্রথমেই দূর করে দেই, সে প্রথম বাছাইতে ডিসকোয়ালিফাইড অর্থাৎ 'বাতিল মাল' - আশাকরি বুঝতে পারছেন। আর বোঝাতে পারবো না। ধন্যবাদ