Visit Our Channel:
/ @infotalkbd
পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি ভূখন্ডের নাম ইসরাইল। ইহুদী জনগোষ্ঠী অধ্যুষিত, ভূমধ্যসাগরের দক্ষিণ-পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত ইসরাইল স্বাধীনতা ঘোষণা করে ১৯৪৮ সালের ১৪ মে। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ইসরাইলকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
তার আগে জানিয়ে রাখি, কোনো দেশ কর্তৃক আরেক দেশকে স্বীকৃতি দেয়ার অর্থ, সেই দেশের সার্বভৌমত্ব স্বীকার করা ও দেশটিকে বৈধতা দেয়া। স্বীকৃতি দেয়ার মধ্য দিয়ে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়। মুসলিমসংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে সবার প্রথম ইসরাইলকে স্বীকৃতি দেয় তুরস্ক। সাল ১৯৪৯। তবে আজও বিশ্বের ২২টি দেশ ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না। এইসব দেশ মনে করে ইসরাইল একটি অবৈধ, দখলদার রাষ্ট্র।
জেনে আসি, কোন কোন দেশ ইসরাইলকে স্বীকৃতি দেয়নি।
******************************
#israel
#palestine
#Israel_Not_A_Country
#infotalkbd
#bangladesh
#north_korea
#Midle_East
#soudiarabia
#qatar
#iran
#hamas
#united_states_of_america
#trending_news
*******************************
Email: [email protected]