আশাভঙ্গ হলেও ‘কিংস পার্টি’ বলছে দল গোছাবে | Views Bangla
বেশ ঘটা করে রাজনীতিতে আসা ‘কিংস পার্টি’ খ্যাত তৃণমূল বিএনপি এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট বিএনএম নির্বাচনে খেই হারিয়ে ফেলেছে। দুটি দলেরই ছিল সংসদের প্রধান বিরোধী দল হওয়ার ঘোষণা। কিন্তু একটি আসনও না পেয়ে এখন দল দুটির নেতারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন। এর মধ্যে দু’জন বাদে বাকি সব প্রার্থীই জামানত হারিয়েছেন।
তবে এই দলগুলোর নেতাদের দাবি, রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবেন না তারা, ছেড়ে দেবেন না হালও। বলছেন, রাজনীতির মাঠের দীর্ঘ অভিজ্ঞতা তারা কাজে লাগাবেন।
বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর দলের ভবিষ্যৎ সম্পর্কে বলেন, ‘আমরা এখন সংগঠন শক্তিশালী করার কাজ করছি। জেলা-উপজেলা পর্যায়ে কমিটি গঠনের কাজে হাত দিয়েছি। একটা সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়ে এগোব আমরা।’
৭ জানুয়ারির নির্বাচনে পরাজয়ের জন্য নিজের আর্থিকসংকট ও ভোটার উপস্থিতি কম হওয়াকে দায়ী করে ফরিদপুর-১ আসনের সাবেক এই সংসদ সদস্য বলেন, এক দিকে বিএনপির বর্জন ও ভোটারদের ভয়-ভীতি দেখানো, অন্যদিকে সরকারি দলের পক্ষ থেকেও অনেক নেতা ভোটকেন্দ্রে যেতে বারণ করায় তার প্রভাব পড়েছে ভোটের ফলাফলে। ‘নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়েছে বলা যাবে না’ বলেও মন্তব্য করেন।