আজকের আলোচনার বিষয়বস্তু হলো রাসুল সালামকে স্বপ্নে দেখার আমল কি?
কি আমল করলে আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখা যায়?
এবং নবী সাল্লাল্লাহু সালামকে স্বপ্নে দেখার ব্যাখ্যা কি?
রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে স্বপ্নে দেখলে কি হয়?
এই তিনটি পয়েন্টে আজকের আলোচনা হবে তবে ভিডিওর আকর্ষণ বাড়ানোর জন্য শুরুতে আনা হয়েছে যে আমি আল্লাহর রাসূলকে 70 বার স্বপ্নে দেখেছি। আল্লাহর রাসূলের সাথে জাগ্রত অবস্থায় আমার কত কথা হয়েছে, এই কথাটি যিনি আলোচক তার নয়, বরং এই কথাটি হল বিশ্ব বিখ্যাত মুফাসসির আল্লামা জালাল উদ্দিন সুয়ূতির। তিনি আল্লাহর রাসূলকে ৭৭ বার স্বপ্নে দেখেছেন।
#৭০_বার_নবী_সা:_কে_স্বপ্নে_দেখেছি
#রাসুল_কে_স্বপ্নে_দেখার_আমল
#নবীকে_স্বপ্নে_দেখার_উপায়
#রাসুল_সাঃ_স্বপ্নে_দেখা_সম্ভব?
#রাসুল_স্বপ্নে_দেখার_উপায়?