২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি বাংলাদেশ রাইফেলস এর সদস্যরা বাংলাদেশের রাজধানী ঢাকা পিলখানা এলাকায় অবস্থিত বিডিআর সদরদপ্তরে বিডিআর থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের কর্তৃত্বের অবসান, রেশন ও বেতনবৈষম্য দূর করাসহ বেশ কিছু দাবিতে সশস্ত্র বিদ্রোহ করে। বিডিআর এর ১৫,০০০ সদস্য তাদের উর্ধ্বস্থানীয় কর্মকর্তাদের কয়েকজনকে হত্যা এবং আরোও অনেকজনকে জিম্মি করে। ঘটনার পর এ নিয়ে অনুসন্ধান রিপোর্ট।
#BadruddozaBabu