নাফ যুদ্ধ : গায়ের লোম দাড়িয়ে যাবে আপনার 😱 | Naf war Bangladesh vs Myanmar | Trendz now

Trendz Now

2.29 million Subscribers

5,046 views since Nov 26, 2023

মাঝেমধ্যেই খবর আসে, কক্সবাজার বা বান্দরবান সীমান্তে সেনা মজুদ করছে মিয়ানমার, কিংবা সেন্টমার্টিন দ্বীপকে নিজেদের এলাকা বলে দাবী করা হয়েছে মিয়ানমারের ওয়েবসাইটে। তখন বিভিন্ন গণমাধ্যম এবং ইউটিউব চ্যানেলে গবেষণা শুরু হয়ে যায়, বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যুদ্ধ লাগলে কারা জিতবে, কার সামরিক সক্ষমতা কেমন, কার ভাণ্ডারে কি অস্ত্র আর গোলাবারুদ আছে- এসব নিয়ে।

কিন্ত অনেকেই জানে না, যুদ্ধ আসলে শুধু গোলাবারুদ দিয়ে জেতা যায় না, যুদ্ধ জিততে লাগে মনোবল, লাগে ক্ষুরধার মস্তিস্কের জোর। দেশপ্রেম, সাহস আর তুখোড় বুদ্ধির প্রমাণ বাংলাদেশের সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এর আগেও দিয়েছে, ২০০০ সালে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে হওয়া নাফ যুদ্ধ যার চরম নিদর্শন। সেই যুদ্ধে ছয়শো সেনার লাশ ফেলে পালিয়ে গিয়েছিল মিয়ানমারের ভীতু কাপুরুষ সেনাবাহিনী, অন্যদিকে বাংলাদেশকে হারাতে হয়নি একটি প্রাণও। প্রিয় দর্শক, আজ সেই নাফ যুদ্ধের সত্যি গল্পই আপনাদের শোনাব বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের অসীম বীরত্বগাঁথা রচিত হয়েছিল যে যুদ্ধে। আজ ভিীডওর এক সেকেন্ডও মিস্ করবেন না প্লিজ।

#নাফ #যুদ্ধ

© Furr.pk

TermsPrivacy

[email protected]