২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের নামে যে নৃসংশ সেনা হত্যাযজ্ঞ হয় সেদিন পিলখানার ভেতরে আটকা পড়েছিলেন অনেকে। তখন ৯ম শ্রেণীর ছাত্রী ফাবলিহা বুশরা তাদেরই একজন। তার বাবা তৎকালীন বিডিআর হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ লে.কর্নেল লুৎফর রহমান খানও ওইদিন জওয়ানদের হাতে খুন হন।
১৪ বছর বয়সে পিতাকে হারানো এবং নৃসংসতার মধ্যে মা ও ভাইয়ের সঙ্গে ৩৬ ঘণ্টা পিলখানা কোয়ার্টার গার্ডে জিম্মি ছিলেন বুশরা। বুশরা বয়স এখন ২৩। ৯ বছর আগের ওই হৃদয় বিদারক ঘটনা ভয়াল স্মৃতি বিবিসিকে তুলে ধরেছেন ফাবলিহা বুশরা।
আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
https://www.bbc.co.uk/bengali
/ bbcbengaliservice
/ bbcbangla