মুসলিমরা কখনোই অযথা তার সময়কে নষ্ট করতে পারে না!
.
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘ব্যক্তির ইসলামী সৌন্দর্য্য হ’ল, অনর্থক কর্মকান্ড পরিহার করা’। [ইবনু মাজাহ, মিশকাত হা/৪৮৩৯ সনদ ছহীহ] যেসব কাজ ইসলামের দৃষ্টিকোণ থেকে ইহকাল ও পরকালে কোন সুফল বয়ে আনে না, সেরূপ অনর্থক কাজ থেকে বিরত থাকা তাক্বওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য একান্ত যরূরী!
.
সাহ্ল ইবনু আব্দুল্লাহ (রহঃ) বলেন, ‘যে ব্যক্তি অনর্থক কাজে লিপ্ত হয়, সে পরহেযগারিতা অর্জন থেকে বঞ্চিত হয়’। [শু‘আবুল ঈমান হা/৪৭০৩, ৭/৮৬]
______________________________
.
জীবনের মাঝে বিপ্লব ঘটাবে এমন কয়েকটি হাদীস হাদীস উল্লেখ করতে গিয়ে শাইখ মাহমুদ বিন ক্বাসিম (হাফিয্বাহুল্লাহ) এই বক্তব্যেটিতে যে আলোচনাটি করেছেনঃ-
.
❝রাসূল (ﷺ) বলেছেন,"تَرْكُهُ مَا لاَ يَعْنِيهِ" — যেই কাজে তোমার জান্নাত তুমি পাবে না, নেকী নাই পরকালে, ১টা নেকী নাই! এমন কোনো কাজে তুমি লিপ্ত হয়ো না! ছেড়ে দেও সেই কাজকে, সেই কথাকে! ছেড়ে দাও। এতোটা শুধু বলেছে, রাসূল (ﷺ)..
.
জীবনের কতো ANGLE-এ গিয়ে এই হাদীসটি ফিট হবে? আপনার ২৪ ঘন্টা সময়ের মধ্যে যে ৮ ঘন্টা নষ্ট করতেন! এই একটা হাদীসের উপর আমল করলে আপনার ৮ ঘন্টা বেঁচে যাবে.. আপনি দেখেন আপনি কতো ঘন্টা নষ্ট করেন, কোথায় বসে আপনি কতো ঘন্টা নষ্ট করেন!
.
আরে আমাদের সালাফরা! খাদ্যের ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা আমরা বসে বসে খাই..(তারা) এতো সময় খাদ্যের মধ্যে এতো সময় নষ্ট করতো না। আর আজকে আমরা চায়ের হোটেলে বসে.. আমাদের নাকি সময়ই পাস হয় না! সুবহানাল্লাহ! সময়ই নাকি পাস হয় না..
.
আমাদের একজন শিক্ষক, জাবেদ বিন ক্বাসেমী সম্ভবত উনার এক বক্তব্যে শুনেছিলাম, কোনো এক ফিল্ড মাঠের মধ্যে তিনি দেখছিলেন, পোলাপান ক্রিকেট খেলছে, তিনি সকালে যাচ্ছেন বিকেলে কোনো এক সেমিনার শেষ করে এসে দেখেন, ঐ লোকগুলো তখনও মাঠেই খেলাধুলা করতেছে, তিনি গাড়িটা থামিয়ে দিয়ে বলতেছে যে, ওরা কি করে, বলতেছে ওরা টাইম পাস করে, তো তিনি বলতেছেন, সুবহানাল্লাহ! ওদের কাছে এতো টাইম ! যে ওরা টাইম খরচ করবে কোথায়? জায়গা পায় না! আল্লাহ ﷻ যদি আমাদেরকে একটু বাড়িয়ে দিতো.. আমাদের টাইম হয় না, আর আপনাদের টাইম শেষ হয় না! এজন্য আপনারা গেমস খেলেন, আপনারা টিভি দেখেন, চা এর হোটেলে বসে থাকেন..
.
আমাদের অনেক ভাইয়েরা আছে পদ্মা সেতু দেখতে যায়! আপনার দ্বারা দ্বীন সেইফ নয়! পদ্মা সেতু আপনার যদি কোনদিন প্রয়োজন হয় আপনি যায়েন! কিন্তু আপনি ফ্যামিলিকে নিয়ে গাড়ি ভাড়া করে পদ্মা সেতু দেখতে যাইবেন.. আর আপনি বলতেছেন যে, একটু মনোরঞ্জনেরও প্রয়োজন! আপনি ধর্মই বোঝেন নি, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া এটা রাসূল সা পছন্দ করেনি কখনো। যারা এইযে ভ্রমণের নামে, একটু আমোদ প্রমোদের নামে আপনারা ভিজিট করতে যান সৈকতে আর বন জঙ্গলে গিয়ে সেলফি উঠান, আপনার মধ্যে দ্বীনদারীত্বের ত্রুটি আছে , এটা আমি মাহমুদ বলে দিলাম আপনাকে! বড় আলেমদের ফতোয়া লাগবে না এক্ষেত্রে, আপনি যতো বড় ইমামদেরকে জিগ্গেস করেন, ইনশাআল্লাহ তার কথার বিপরীতে আমার কথা হবে না! নিঃসন্দেহে এটা কখনো ইসলামী থিওরি হতে পারে না।
.
আপনি আপনার ঘরে থাকেন, আপনি সেইফ থাকবেন, রাসুল (ﷺ) বলছেন, ফিতনার সময়! যে ব্যক্তি বসে থাকবে সে দাঁড়িয়ে থাকা ব্যক্তি থেকে উত্তম, যে ব্যক্তি শুয়ে আছে সে সেই, কালকে রাতের ঘটনা আপনি স্মরণ করেন না কেন! যে ব্যক্তি ঘরে শুয়ে ছিলেন সে পাপ থেকে বেঁচে গেছে যে ব্যক্তি জেগে ছিলেন তারা দ্বারা পাপ হয়েছে.. যেই কোনো ক্ষেত্রে আপনি এটা ফিট করতে পারেন, সুবহানাল্লাহ!
.
আপনি ছেড়ে দেন যেটার সাথে আপনার সম্পর্ক নাই, বাচ্চারা কি গেমস খেলে, আমি শুনেছি বড়-রাও গেমস খেলে! আর সবচেয়ে বড় দুঃখ জনক ব্যাপার হচ্ছে, যেই রাষ্ট্রের নায়ক স্টোডিয়ামে বসে খেলা দেখে , সেই জাতি কোনো দিন কল্যান পেতে পারে না! একটা রাষ্ট্রের নায়ক বুঝে না তার দায়িত্ব কি? এমন একটা নেতা বানিয়ে ফেলেছেন যে স্টোডিয়ামে বসে খেলা দেখবে, তারমানে এই জাতি অধঃপতনে যাবে এতে কোনো সন্দেহ নেই!
.
আপনাকে ছাড়তে হবে যেটার সাথে আপনার কোনো সম্পর্ক নাই! আরে উমর (রা) তার নেতৃত্ব পেয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো বৃদ্ধ হয়ে গিয়েছিলো তিনি, টেনশনে! সেই নেতৃত্ব পেয়ে আপনি বসে খেলা দেখবেন! সুবহানাল্লাহ.. জিনিস তো একটাই! দায়িত্ব তো ওটাই.. ওই একই দায়িত্ব! তারমানে যে রক্ষা পেলো সে বেঁচে গেলো। যে রক্ষা না করলো সে ডুবে গেলো তাকে ছুড়ি ছাড়া জবাই দেয়া হয়েছে ! এই মর্মে ও উক্তি রয়েছে উমর রা -রা! যাকে নেতৃত্ব দেওয়া হলো তাকে চাক্কু ছাড়াই যবাই দেওয়া হয়েছে! সে তার পরকাল ধ্বংস করেছে করেছেই? আর যদি সে পরকালকে ঠিক রেখে চলতে চায়.. সেই ব্যক্তি কোনদিন স্টুডিয়ামে বসে খেলা দেখার ক্ষমতা তার নাই। পারে না সে এটা, এটা একমাত্র নির্বোধেরাই পারে।
.
তো রাসুল (ﷺ) বলেছেন, "তুমি সেটা ছাড়ো যেটার সাথে তোমার কোন সম্পর্ক নাই".. তোমার দ্বীনের কোনো উন্নতি হবে না তোমার চরিত্রের কোনো উন্নতি হবে না এমন কোন কাজে যদি তুমি বান্দা লিপ্ত হও তাহলে তুমি প্রকৃত অর্থে মুসলিম হতে পারো নাই.. এই কথাগুলো ছিল তাদের কাছে দুনিয়ার মূল!❞
.
______________________________
Don't forget to SUBSCRIBE:
/ dawaah_bd
______________________________
Enjoy & Stay CONNECTED with us!
.
/ dawaah.bd
/ dawaah.bd
/ dawaah_bd
https://t.me/dawaah_bd
_____________________________