আলহামদুলিল্লাহ, খতিব, ইমাম মুয়াজ্জিন নিয়ে খুব সুন্দর প্রস্তাব।
আজ ইমাম মুয়াজ্জিন রা পরিবার নিয়ে চলতে খুব কষ্ট হচ্ছে।
নিত্যপ্রয়োজনিয় জিনিস এর দাম সবসময় উর্ধ্বগতি হচ্ছে কিন্তু ইমাম মুয়াজ্জিন এর বেতন পাঁচ ছয় বছর আগে যা ছিল এখনো তা দিচ্ছে মসজিদ কমিটি। কি ভাবে চলবে ইমাম মুয়াজ্জিনরা❓
👉 আলোচক, হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা কফিলউদ্দিন সরকার সালেহীন হুজুর।
আল্লাহর ঘর মসজিদ নির্মাণ, মেরামত, সংস্কার এবং এতে দান-সাহায্য করা মুসলিমদের কাছে অত্যন্ত আবেগ ও গৌরবের বিষয়। তাই তো পৃথিবীজুড়ে হাজারো লাখো দৃষ্টিনন্দন মসজিদ গড়ে উঠেছে মুসলিমদের স্বতঃস্ফূর্ত দানকৃত অর্থ-সম্পদে। আল্লাহ এর জন্য পুরস্কারও ঘোষণা করেছেন। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করল, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন।’ (মুসলিম : ১২১৮; শুয়াবুল ঈমান : ২৯৩৯)
Madinar Ghulam.
#youtube #youtubeshorts #bangladesh #motivation #yt #new #reels #madinar #mufti #dawat