শাইখের পরিচয়ঃ শায়েখুল হাদীস মুফতি জসিমুদ্দিন রাহমানী (হাফিঃ) বরগুনা সদর উপজেলার দক্ষিণ হেউলিবুনিয়া গ্রামের মৃত নূর হাওলাদারের ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে চতুর্থ মুফতি জসিমুদ্দিন রাহমানী (হাফিঃ) বরগুনা শহরের ইসলামিয়া হাফেজি মাদ্রাসা থেকে হাফেজি পাস করে ঢাকার মোহাম্মদপুরে শায়খুল হাদিস আজিজুল হক প্রতিষ্ঠিত জামেয়া রাহমানিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে ১৯৯০ সালে প্রথম দাওরা (মাওলানা) পাস করেন। এরপর তিনি ভারতের দেওবন্দে পড়াশোনা করেন এবং পরবর্তী সময়ে হায়দরাবাদের সাবেলুস সালাম মাদ্রাসা থেকে মুফতি (ফিকা শাস্ত্রে) পাস করেন। এরপর তিনি ঢাকার জামেয়া রাহমানিয়া মাদ্রাসায় ও বরিশালের মাহমুদিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন। ২০০৪ সালে তিনি বরগুনা কেন্দ্রীয় সদরঘাট জামে মসজিদে প্রধান খতিব হিসেবেও চাকরি করেন। পরে তিনি ধানমন্ডির হাতেমবাগ মসজিদের খতিব ছিলেন। এরপর তিনি ঢাকার মোহাম্মদপুরের বছিলায় মারকাজুল উলুম আল ইসলামিয়া নামে একটি মাদ্রাসা ও একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। মুফতি জসিমুদ্দিন রাহমানী (হাফিঃ) মারকাজুল উলুম আল ইসলামিয়া নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক। এই মারকাজুলের অধীন তিনি ঢাকার মোহাম্মদপুরের বছিলা এলাকায় একটি মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেছেন।
"শায়েখুল হাদীস মুফতি জসিমুদ্দিন রাহমানী (হাফিঃ)” এমন একজন ব্যক্তি যিনি সমগ্র বাংলার তাওহীদি জনতার অনুপ্রেরনা। শ্রদ্ধেয় শায়েখ সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহর ইবাদাহ প্রতিষ্ঠায় আপোষহীন, বাতিল শক্তির মুখোশ উন্মোচনকারী।
তিনি সত্য প্রকাশে আপোষহীন। একমাত্র আল্লাহর ভয়ে ভীত বাংলার সিংহ পুরুষ। তিনি তাগূতের বিরুদ্ধে কোন নমনীয়তা ছাড়াই জালিম শাহীর সামনে তুলে ধরেছিলেন এর দ্বারা সংঘটিত অত্যাচার আর অনৈসলামিক কাজের নমুনা। নাস্তিকদের বিরুদ্ধে অত্যন্ত দৃঢ়চেতা এই মানুষটি কারো কোন অপপ্রচার, নিন্দাবাদের পরোয়া করতেন না।
তিনি অসাধারণ সাহসিকতার সাথে বাংলাদেশে মুসলিম সমাজে প্রচলিত বিদয়াতি আমল-আকিদা, সূফিবাদ ও পীরবাদের ভণ্ডামী, অনৈসলামিক রাজনীতি ও কুফরী গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিরোধিতা করে আসছিলেন। তার পাণ্ডিত্যপূর্ণ খুতবা (যা তিনি প্রতি জুমুয়ায় তার মসজিদে দিতেন) দেশ বিদেশের বাংলা ভাষাভাষী মুসলিম জনসাধারণ— বিশেষ করে দ্বীনের প্রতি অনুরক্ত যুবকদের মন জয় করতে সক্ষম হয়।
সত্য প্রকাশের কারনে শায়েখ বর্তমানে তাগুতের কারাগারে আছেন।
ইসলামের প্রতিটি বুনিয়াদি বিষয়ে তিনি গভীর জ্ঞানের সাথে লেকচার প্রদান করতেন যা বর্তমান আলিমদের মধ্যে একদমই রেয়ারকেস। আমরা শায়েখের অডিও লেকচারগুলোর সাথে HD ভিডিও, এনিমেশন বা ছবি যুক্ত করে তা ইউটিউবে আপ্লোড করার নিয়্যাত করেছি। চ্যানেল - "IkhlasBD". যদিও আমাদের আগের চ্যানেলটি গুগল সাসপেন্ড করে দিয়েছে। একই নামে নতুন চ্যানেল এটি।
জিহাদের বিষয় সহ ইসলামের সকল বিষয়ে শায়েখের লেকচারগুলো সবচেয়ে বিশুদ্ধ এবং বিশুদ্ধ দলীলসহ বর্ণনা করা আছে। বাংলায় এমন আলিম খুজেই পাওয়া দুষ্কর যিনি একাধারে বিশুদ্ধ তাওহীদ, জিহাদ, ফিকহ্, শিরক, বিদআতসহ প্রতিটি বিষয়ে শরীয়তকে খুলে খুলে বর্ননা করেন।
মুফতি জসিম উদ্দিন রহমানী (হাফিঃ) হলেন সেই সকল হক্কানী আলিমদের মধ্যে একজন যারা কিনা কোন তাগুত কাফের বেঈমানদের ভয়ে শরীয়তের নূন্যতম জ্ঞানটুকুও গোপন করেন না।
আপনার নিকটস্থ ভাইবোনদেরকেও শায়েখের লেকচারগুলোর সন্ধান দিন। হয়তো তারা হিদায়াত পেয়ে যাবে। আল্লাহ শাইখের কারামুক্তিকে ত্বরান্বিত করুন এবং আমাদের মাঝে ফিরিয়ে দিন।
#jashim_uddin_rahmani #jashim_uddin_rahmani_waz #jashim_uddin_rahmani_bangla_waz