হাসতে দেখো, গাইতে দেখো | কনসার্ট ফর পিস এন্ড জাস্টিস | বাপকা বেটা | Palak

Zunaid Ahmed Palak

430,000 Subscribers

576,446 views since Nov 26, 2023

"আমাদের শিশু-কিশোর ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা শান্তি চাই। শুধু বাংলাদেশ নয়, আমরা চাই সারা পৃথিবী হবে সকল শিশুর জন্য নিরাপদ।"
- জুনাইদ আহমেদ পলক।

- কনসার্ট ফর পিস এন্ড জাস্টিস অনুষ্ঠানে বক্তব্য ও গান।

"হাসতে দেখো, গাইতে দেখো"
মূল শিল্পী - আইয়ুব বাচ্চু
গীতিকার - লতিফুল ইসলাম শিবলী

“হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো,
দেখো না কেউ হাসি শেষে নীরবতা।
হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো,
দেখো না কেউ হাসি শেষে নীরবতা।

বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।

আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে
আমার চোখের কোণে নোনা ছবি আঁকে,
আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব
গল্প শেষে আমি আঁধারের মতো নীরব,
নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম ..
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।

আমার গানে আঁকা নির্ঘুম অনেক প্রহর
আমায় চেনে জোনাকি ছেড়ে নীরব শহর,
ডাকার কথা যাদের ডাকেনি কেউ কাছে
নিঃসঙ্গ এই আমি পুড়েছি মোমের আঁচে,
আমার মাঝে আমি যেন শুধু লুকাই ..
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।

হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো,
দেখো না কেউ হাসি শেষে নীরবতা।

বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।”

#SheikhRussel #ConcertforPeaceAndJustice #HashteDekhoGaiteDekho #AyubBacchu

© Furr.pk

TermsPrivacy

[email protected]