Muhib Khan New Islamic Music 2023 । Dhakche Palestine ।

Gazi Masuod

4,140 Subscribers

296,164 views since Nov 26, 2023

Muhib Khan New Islamic Music 2023 । Dhakche Palestine । #ডাকছে_ফিলিস্তিন ।

#mohibkhan #মুহিবখান
আল্লামা মুহিব খান এর লিখিত বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ও বহুল আলোচিত বিষয় ফিলিস্তিন ও মসজিদে আকসা নিয়ে লেখা এই অসাধারণ একটা ইসলামিক গান।
যা আমি নিয়েছি Holy midea থেকে।

Mohib Khan । Gazi Masuod

আমার প্রিয় কবি আল্লামা মুহিব খান ।

মুহিব খান ১৯৭৯ সালের অক্টোবরে কিশোরগঞ্জ শহরের নূর মনযিলে জন্মগ্রহণ করেন। তার পিতা আতাউর রহমান খান সাংসদ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব ছিলেন। কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিস শেষ করে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করেন। তিনি ‘সাপ্তাহিক লিখনী’র সাবেক নির্বাহী সম্পাদক। ২০০১ সালে তিনি লাল সাগরের ঢেউ নামে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করেন। এছাড়াও প্রাণের আওয়াজ, অচিনকাব্য, বারোটি সুন্দর গল্প প্রভৃতি তার রচনা। ২০১৬ সালের ১৬ ডিসেম্বর রাজধানীতে তিনি ন্যাশনাল মুভমেন্ট বাংলাদেশ গঠন করেন।

কুরআনের কাব্যনুবাদ ও সম্পাদনা

২০০৪ সালের ১৯ মার্চ তিনি কুরআনের কাব্যনুবাদ শুরু করেন। বিক্ষিপ্তভাবে ১০০ দিন কাজ করে তিনি প্রথম ১০ পারা সমাপ্ত করেন যা ২০০৬ সালের জুলাই মাসে গ্রন্থাকারে প্রকাশিত হয়। ২০০৬ এর পর থেকে ২০২০ পর্যন্ত ১৪ বছরে তিনি মাত্র পৌনে তিন পারার কাজ শেষ করেন। ২০২০ সালের করোনা মহামারীর সময়ে তিনি পুনরায় কুরআনের কাব্যনুবাদ শুরু করেন। ২০২০ সালের ১৬ এপ্রিল থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বাকি ১৭ পারার কাজ শেষ করেন। কাব্যানুবাদে তিনি যেসব বিষয়ের প্রতি লক্ষ রেখেছেন তা হলো সুরা ও আয়াতের ধারাবাহিকতা রক্ষা, আবেগ বর্জন করে মূলের সর্বোচ্চ কাছাকাছি থাকা, যথাসম্ভব কুরআনের ছান্দসিক বাক্যরীতি অক্ষুণ্ন রাখা, ভাষা ও ছন্দের গুণগত মান রক্ষা করা।

মুহিব খানের আগে কাজী নজরুল ইসলাম আমপারার কাব্যনুবাদ এবং কেউ কেউ কুরআনের নির্বাচিত সুরার নির্বাচিত আয়াতগুলোর কাব্যানুবাদ করলেও কুরআনের পরিপূর্ণ ও ধারাবাহিক কাব্যানুবাদের কৃতিত্ব মুহিব খানেরই প্রথম।

সাহিত্যকর্ম সম্পাদনা :
তার সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:-

লাল সাগরের ঢেউ
মেঘে ঢাকা সুন্নাত
তৃষ্ণা মেটে না মোর
মুরাকাবা (আত্নদর্শনের তত্বরহস্য)
অচিন কাব্য
প্রাণের আওয়াজ
প্রেম বিরহের মাঝে
নতুন ঝড়
পৃথিবীর পথে পথে
আমার গান ইত্যাদি।


#মুহিব_খাঁন
#মুহিবখাঁন
#GaziMasuod
#MohibKhan
#MuhibKhan

#muhib_khan #aqsa #mohibkhan #viralvideo #islamicsong

© Furr.pk

TermsPrivacy

hello@furr.pk