বিতর্ক || উইলিয়াম ক্যাম্পবেল ও ডাঃ জাকির নায়েক || কুরআন ও বাইবেল আধুনিক বিজ্ঞানের আলোকে
জাকির আব্দুল করিম নায়েক (ইংরেজি: Zakir Naik, আরবি: زاكر نايك) (জন্ম: অক্টোবর ১৮, ১৯৬৫) একজন ভারতীয় ইসলামী চিন্তাবিদ, বক্তা ও লেখক যিনি ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে কাজ করেন। পেশাগত জীবনে তিনি একজন ডাক্তার। মহারাষ্ট্র থেকে শল্যচিকিৎসায় ডিগ্রি অর্জন করলেও ১৯৯১ সাল থেকে তিনি ইসলাম ধর্ম প্রচারে মনোনিবেশ করেছেন।[১] বিংশ শতাব্দীর শেষ দশকে তিনি তুলনামূলক ধর্মতত্ত্বে পণ্ডিত এবং অপরিমেয় স্মৃতিশক্তিধর বক্তা হিসাবে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। জাকির নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামক একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যেটি পিস টিভি নেটওয়ার্ক পরিচালনা করে থাকে।[১] তিনি বক্তৃতার মাধ্যমে ইসলাম ধর্ম সম্পর্ক কোরআন ও হাদীসের আলোকে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করেন। বিভিন্ন ধর্মের তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে ইসলামের অধিকতর গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করা তাঁর অন্যতম কৌশল।
মুসলিম বিশ্বে জনপ্রিয় হলেও জাকির নায়েক তাঁর কোন কোন বক্তব্য ও মতের জন্য সমালোচিত হয়েছেন। তিনি বলেছেন, বিন লাদেন যদি যুক্তরাষ্ট্রের মত সন্ত্রাসী রাষ্ট্রকে সন্ত্রাসের মাধ্যমে হুমকির সম্মুখীন করে তাহলে তিনি বিন লাদেনের পক্ষে। 'ইসলামের শত্রু বা যুক্তরাষ্ট্রকে কোন উপায়ে হুমকির সম্মুখীন করাকে সন্ত্রাস' বলা হলে তিনি প্রত্যেক মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত বলে মন্তব্য করেন। আফগান বংশোদ্ভূত সন্ত্রাসী নাজিবুল্লাহ জাজি জাকির নায়েকের বক্তৃতা শুনে উদ্বুদ্ধ হয়েছেন বলে মন্তব্য করেছেন [২]
বক্তৃতা ও বিতর্ক
জাকির নায়েক বিশ্বে অনেক লেকচার দিয়েছেন ও বিতর্ক করেছেন । তাঁর অন্যতম বিখ্যাত বিতর্ক হয় শিকাগোতে উইলিয়াম ক্যাম্পবেলের সাথে । ডাঃ জাকির ২০০০ সালের এপ্রিলে ‘বিজ্ঞানের আলোয় কুরআন ও বাইবেল’ বিষয়ে তাঁর সাথে বিতর্ক করেন। [৫] ডাঃ জাকির বলেন, ‘ ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলেও, সেপ্টেম্বর ২০০১ থেকে জুলাই ২০০২ এর মধ্যে ৩৪,০০০ আমেরিকান ইসলাম গ্রহণ করেছে’। তিনি বলেন, ‘ইসলাম একটি কারণ ও যুক্তির ধর্ম এবং কুরআনে বিজ্ঞান বিষয়ক প্রায় ১০০০ আয়াত আছে। সেখানে তিনি পশ্চিমা কনভার্টের সংখ্যা ব্যাখ্যা করেন। [৬] ডাঃ জাকিরের অন্যতম জনপ্রিয় থিম হল বিজ্ঞানের সূত্র দিয়ে কোরআনকে যাচাই করা। [৭] ২১ জানুয়ারী ২০০৬ ডাঃ জাকির শ্রী শ্রী রবিসঙ্করের সাথে ‘ইসলাম ও হিন্দু ধর্মে ঈশ্বর’ বিষয়ে ব্যাঙ্গালোরে বিতর্ক করেন।[৮] ২০০৮ সালে ইসলামি পণ্ডিত লকনো, সাহার কাজী মুফতি আব্দুল ইরফান মিয়াঁ ফিরিঙ্গি মাহালি ডাঃ জাকিরের বিরুদ্ধে ফতোয়া দেন যে তিনি ওসামা বি লাদেনকে সমর্থন করেন এবং তাঁর পদ্ধতি অ-ইসলামিক ফেব্রুয়ারী ২০১১তে, তিনি ভিডিও লিংকের মাধ্যমে ‘অক্সফোর্ড ইউনিয়ন’ কে পত্র লেখেন।
অস্ট্রেলিয়ায়ে ও ওয়েলসে ডাঃ জাকির
‘’’শুধু ইসলামই নারীকে সমতা দেয়’’’এ বিষয়ে ডাঃ জাকির ২০০৪ সালে ‘ইসলামিক ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস নেটওয়ার্ক অফ অস্ট্রেলিয়া’ এর আমন্ত্রণে মেলবোর্ন ইউনিভার্সিটিতে বিতর্ক করেন । তিনি আরও বলেন যে, পশ্চিমা জামা- কাপড় মেয়েদের ধর্ষণের অন্যতম কারণ । কারণ, এটা মেয়েদেরকে আকর্ষণীয় করে তোলে পর- পুরুষের কাছে । নিউ এজের সুশি দাস মন্তব্য করেন, নায়েক ইসলামের উপদেশের ও আত্মিক শ্রেষ্ঠত্বের উচ্চ প্রশংসা করেন এবং পশ্চিমা বিশ্বে সাধারণ ভাবে যে বিশ্বাস দেখা যায় তাকে ব্যাঙ্গ করেন ।
যুক্তরাজ্য ও কানাডায় নিষেধাজ্ঞা
ডঃ নায়েককে ২০১০-এর জুন মাসে যুক্তরাজ্যে ও কানাডায় নিষিদ্ধ ঘোষণা করা হয়।[২১][২২]
সমালোচনা
খুশবন্ত সিং, একজন ভারতীয় সাংবাদিক, পাশাপাশি একজন রাজনীতিবিদ ও লেখক । তিনি বলেন, ডাঃ জাকির ইসলামের ভুল ব্যাখ্যা করেন । সিং বলেন, নায়েকের বিবৃতি ‘’শিশুতোষ’’ । তিনি আরও বলেন, তা আন্ডারগ্রাজুয়েট কলেজের বিতর্কের কদাচিৎ উপড়ে ওঠে । যেখানে প্রতিযোগীরা ক্ষুদ্র স্কোরের জন্য লড়ে । তিনি আরও বলেন, তাঁর কথা মগ্ন হয়ে শুনুন, তিনি প্রায়ই বিপুল উৎসাহে বিস্ফোরিত হন, যখন তিনি অন্যান্য ধর্মের বাণীকে খাটো করেন । [৩৪] ওসামা বিন লাদেনকে ‘’ইসলামের সৈন্য’’ বলায়, আলী সিনা এবং খালিদ আহমেদ , নায়েকের সমালোচনা করেন । তারা বলেন যে ডাঃ জাকির আল- কায়দাকে পরোক্ষ ভাবে সমর্থন করছেন।[৩৫]
বক্তৃতা ও বইসমুহ
ডঃ জাকির নায়েক বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে বক্তব্য রেখেছেন। তাঁর বক্তৃতায় বিভিন্ন সম্প্রদায়ের আমন্ত্রিত ও অনামন্ত্রিত শ্রোতাগণ অংশগ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য বক্তৃতা পরবর্তীতে মূল ইংরেজি সহ একাধিক ভাষায় বই হিসাবে প্রকাশিত হয়েছে।
ইসলাম বিষয়ে অমুসলিমদের কিছু সাধারণ প্রশ্নের জবাব।
কোর'আন ও আধুনিক বিজ্ঞান।
কোর'আন কি ঈশ্বরের বাণী?
আমিষ খাদ্য কি মানুষের পক্ষে ক্ষতিকর?
বিশ্বভ্রাতৃত্ববোধ।
প্রধান প্রধান ধর্মে ঈশ্বরের অস্তিত্ব।
বিজ্ঞানের আলোকে কোর'আন ও বাইবেল।
হিন্দু ও ইসলাম ধর্মের অন্তরনিহিত সাদৃশ্য।
সন্ত্রাসবাদ ও জিহাদ।
ইদলামের কেন্দ্রবিন্দু।
সন্ত্রাসবাদ কি কেবল মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য?
প্রশ্নোত্তোরে ইসলামে নারীর অধিকার।
কেন ইসলাম গ্রহণ করছে পশ্চিমারা?
ইসলামে নারীর অধিকার আধুনিক নাকি সেকেলে?
সুদমুক্ত অর্থনীতি।
ইসলাম ও খ্রিস্টধর্মের সাদৃশ্য।
বিভিন্ন ধর্মগ্রন্থ সমুহের আলোকে হিন্দুধর্ম ও ইসলাম।
আলকোর'আন বুঝে পড়া উচিত।
রসুলুল্লাহর নামায(সালাত)।
চাঁদ ও কুর'আন।
মিডিয়া ও ইসলাম।
সুন্নত ও বিজ্ঞান।
পোশাকের নিয়মাবলী।
• ইসলামে পরিবার পরিকল্পনা || শায়েখ ডাঃ...
#al_quran_the_life_antivirus
#বাংলা_কুরআন
#bangla_quran #ডাঃ_জাকির_নায়েক_বাংলা #জাকির_নায়েক_বাংলা_লেকচার #zakir_naik_bangla #dr_zakir_naik_bangla #dr_zakir_naik_bangla_lecture #zakir_naik_english #বাংলা_ওয়াজ #bangladesh_protidin #bangla_waz #new_bangla_waz #bangla_new_waz #new_waz_2021 #বিতর্ক_উইলিয়াম_ক্যাম্পবেল_ও_ডাঃ_জাকির_নায়েক