হযরত ওয়ায়েস কারনী(রঃ) যিনি ছিলেন স্বনামধন্য এক তাবেয়ী। তিনি তখন ইয়েমেনে থাকতেন এবং তাঁর সাথে রাসূলপাক (সাঃ) এর কখনো দেখা হয়নি। রাসূলপাক (সাঃ) যখন দ্বীন ইসলাম প্রচারে নিজের জীবনের প্রতিটি ক্ষন-মুহুর্ত অতিবাহিত করছেন তখন এ মহান সাধক তাঁর হৃদয়-মন সর্বস্ব মহানবী (সাঃ) এর আদর্শে সঁপে দিয়ে গভীর সাধনায় নিমগ্ন। মানুষ তাঁর খবর রাখেনি, কিন্ত রাসূলপাক (সাঃ) ঠিকই জানতেন। এটাইতো মহানবী(সাঃ) -এর মহিমা, তিনি বিশ্বনবী, তাঁর কাছে সবকিছুর খবর থাকাটা স্বাভাবিক। বিশ্বনবী (সাঃ) একদিন তাঁর সাহাবায়ে কেরামদের বলেছিলেন, “তোমরা জেনে রাখ, আমার এমন একজন ভক্ত আছেন, যিনি শেষ বিচারের দিনে রাবী ও মোজার গোত্রে ছাগপালের পশম সংখ্যাতুল্য আমার পাপী উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন।” সবাই অবাক, কে এই সৌভাগ্যবান পুরুষ ? নবী করিম (সাঃ) জানালেন তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা, যাঁর নাম ওয়ায়েস কারনী।
#biochobi #islamichistory #islamicgolpo