ইন্দোনেশিয়া কিভাবে এশিয়ার পরাশক্তি হয়ে উঠছে | আদ্যোপান্ত | The Rise of Indonesia

ADYOPANTO

1.08 million Subscribers

563,839 views since Nov 26, 2023

চীন ও ভারতের পর ইন্দোনেশিয়া কেন এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ হতে যাচ্ছে ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 :    / adyopanto  

২০১৭ সালে প্রাইস ওয়াটার হাউস কুপারস বা পিডব্লিউসি নামে এক ব্রিটিশ সংস্থা জানিয়েছিল, ২০৫০ সালের মধ্যে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হবে ইন্দোনেশিয়া। চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের পরেই হবে এর অবস্থান। সেই ভবিষ্যদ্বাণীর ৬ বছর পর বর্তমান ইন্দোনেশিয়ার অবস্থা বিচার করলে বোঝাই যায় দেশটি অর্থনৈতিক পরাশক্তি হওয়ার দৌড়ে কতটা এগিয়ে গেছে। গেল বছর ২০২২ সালেই ইন্দোনেশিয়া গত ৯ বছরের মধ্যে জিডিপির সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে। ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে দেশটির অর্থনীতি।

ক্রমবর্ধামান এ অর্থনীতি দেশটিকে ৫০০০ কিলোমিটারেরও বেশি জায়গা নিয়ন্ত্রণে নতুন রাজধানী শহর গড়ার মতো সক্ষমতা দিয়েছে। এমনকি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র মালাক্কা প্রণালীতে একচ্ছত্র আধিপত্য বিস্তারের মতো উচ্চাভিলাষী চিন্তাধারায়ও ইন্ধন জুগিয়েছে। কৌশলগত ভৌগলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়া দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে থাকলেও জাকার্তার অর্থনৈতিক অগ্রগতি দেশটিকে আন্তর্জাতিক অঙ্গনে অন্যতম প্রধান খেলোয়াড়ে পরিণত করেছে।

▶ Follow Me on Facebook:
  / damahbub  
▶ Follow Me on Instagram:
  / da.mahbub  


💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

© Furr.pk

TermsPrivacy

[email protected]