কেন হরমুজ প্রণালী বন্ধ করে দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : / adyopanto
পারস্য উপসাগরে অবস্থিত হরমুজ প্রণালীর দৈর্ঘ্য ৩০ মাইল বা ৫০ কিলোমিটারেরও কম। অথচ এই অংশটি আপনার নিয়ন্ত্রণে থাকলে বলা যায় পুরো বিশ্বই আপনার দখলে থাকবে। আর এই অংশ দিয়ে পণ্য চলাচল বন্ধের মাধ্যমে আপনি পুরো মানবসভ্যতা ধ্বংস করে দিতে পারবেন। সেই হিসেবে হরমুজ প্রণালী নামে পরিচিত পারস্য উপসাগরের এই অংশটাকে ভূ-রাজনীতিতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান বলা যেতে পারে। আর সে কারণেই এই প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিশ্ব পরাশক্তিগুলোর এত আগ্রহ।
কিন্তু কি কারণে হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ। কিভাবে এই প্রণালী বিশ্ব বাণিজ্য এবং ভূরাজনীতি নিয়ন্ত্রণ করছে। হরমুজ প্রণালীর এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণ ও তার বর্তমান অবস্থার বিস্তারিত জানার চেষ্টা করবো আদ্যোপান্তর এই পর্বে।
▶ Follow Me on Facebook:
/ damahbub
▶ Follow Me on Instagram:
/ da.mahbub
💻 যুক্ত হোন:
ফেইসবুক: / adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]