মুসলিম শাসকদের মধ্যে যারা সবচেয়ে বেশি ক্ষমতা অর্জন করেছে, তাদের মধ্যে সবার আগে অটোম্যানদের নাম চলে আসে। বর্তমানে আমরা সবাই জানি, এক সময় ব্রিটিশদের সূর্য অস্তমিত হতো না। অথচ, আমরা কি জানি যে ব্রিটিশদের আগে অটোমানদের দাপট ছিল আরো বেশি তীব্র? অটোমান সুলতান সুলেমানের শাসনামলে পৃথিবীর কোন শাসকই সুলতানের বিরুদ্ধে একটি কথা বলার সাহস রাখতো না।
সুলেমান পুরো মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার বেশ কিছু অংশে ইসলামি শাসন ব্যাবস্থা প্রণয়ন করতে সমর্থ হয়েছিলেন। সে সময় ইউরোপের প্রায় সব দেশ সুলতানকে রাজস্ব প্রদানে বাধ্য থাকতো। যারাই কর প্রদানে গড়িমসি করেছে, তারাই নিজ রাজ্যের স্বাধীনতা হারিয়েছে। অটোম্যানদের কেন্দ্রীয় সুষ্ঠু রাজনীতি ও নিয়ন্ত্রিত সেনাবাহিনীর কাছে পুরো পৃথিবী ছিল অসহায়।
দর্শক, আধুনিক যুগে বসে মধ্যযুগে একটু দৃষ্টিপাত করাই যায়। আদ্যোপান্ত'র এই পর্বে জানবেন অটোমান সাম্রাজ্য সম্পর্কে।
📌 সাবস্ক্রাইব করুন : / adyopanto
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন
💻 যুক্ত হোন:
ফেইসবুক: / adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]