পৃথিবীর সব চেয়ে সুন্দর নামের অধিকারি এক ও অদ্বিতীয় আল্লাহ। আজ আমরা ওমার এশার মধুর কণ্ঠে আল্লাহ্‌র ৯৯ টি নামের অসাধারণ একটি গজল, জিকির বা আমল শুনব বাংলা আরবি অর্থসহ কারে।
আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে; সেগুলোকে মুখস্থকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যেহেতু আল্লাহ তাআলা বিজোড় (অর্থাৎ, তিনি একক, এবং এক একটি বিজোড় সংখ্যা), তিনি বিজোড় সংখ্যাকে ভালোবাসেন।
কুরআনের সূরা আরাফের ১৮০ নং আয়াতে বলা হয়েছে, ‘আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম। কাজেই সে নাম ধরেই তাঁকে ডাক। আর তাদেরকে বর্জন কর, যারা তাঁর নামের ব্যাপারে বাঁকা পথে চলে। তারা নিজেদের কৃতকর্মের ফল শিগগিরই পাবে।’
আল্লাহ্‌র ৯৯ টি নামের অনেক ফজিলাত আছে । যেমন, আল্লাহু = প্রত্যহ ১০০ বার এই নামের ‍যিকির করলে ঈমান দৃঢ় ও মযবুত হয় ।
...................................................
Reciter - Omar Esa
Original Video Link - • 99 Names of Allah (swt) nasheed by Om...
শিখুন সূরা চ্যানেল আল্লাহুর ৯৯ টি নামকে বাংলা আরবি উচ্চারণের মাধ্যমে উপস্থাপন করার প্রয়াস করেছে, যাতে আপনি বাংলা মানে ও সঠিক উচ্চারণের মাধ্যমে শিখতে পারেন আল্লাহুর সুন্দর নাম গুলোকে।
.............................................
If You Like Our Hard-Work, Please Subscribe Us.
📌 The Link To Subscribe ➥ / শিখুনসুরা
Stay Connect With Us Via Social Media.
❣️ Twitter ✔️ / sikhunsura
❣️ Facebook ✔️ / sikhunsurah
❣️ Instagram ✔️ / sikhunsura