প্রাণঘাতী বরফ ঝড় ॥ আমেরিকায় জমে যাচ্ছে সবকিছু!॥ চলুন পানি জমে বরফ হয়ে যাওয়া একটা লেক ঘুরে আসি।
প্রতি বছর আমেরিকায় (America) তুষারঝড় (Snow Storm) হয়। তবে এবার বিধ্বংসী ঘটনা ঘটেছে। আমেরিকার একটি বিশাল এলাকাকে আইস জোন (Ice Zone) বলা হয়। আপনি এটিকে ব্লিজার্ড জোনও বলতে পারেন। অর্থাৎ তুষার ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই এলাকা। যে অঞ্চলটিকে সাধারণত আমেরিকার আইস জোন বা ব্লিজার্ড জোন বলা হয় তা হল মহাদেশের উচ্চ মধ্যপশ্চিম এবং গ্রেট সমভূমি। এই এলাকায় তুষার ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি। উপসাগরীয় উপকূল এবং ক্যালিফোর্নিয়া উপকূলে তুলনামূলক বেশি তুষারপাত হয়। নিউইয়র্কের বাফেলো শহরের নাম শুনেছেন? সেখানে তুষারপাতের কারণে অবস্থা বেহাল। প্রায় 32 জন মারা গিয়েছে। প্রকৃতপক্ষে, বাফেলোর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা সিরাকিউজ। এখানে প্রতি বছর গড়ে 114.3 ইঞ্চি তুষারপাত হয়। এর পরেই বাফেলো, যেখানে 89.3 ইঞ্চি তুষারপাত হয়। বর্তমানে আমেরিকায় অনেক জায়গায় ঘরবাড়ি জমে গিয়েছে। গাড়ির ভেতরে মানুষ মারা গিয়েছে। যানবাহন বরফে আটকে আছে। উদ্ধার কাজে নিয়োজিত ত্রাণকর্মীদেরও বাঁচাতে হয়েছে।
#আমেরিকায়_ব্যাপক_তুষারপাত #America_Snowfalls #আমেরিকা_জীবন #arifurrahman #নিউইয়র্ক #bangladeshiamericanvlogger #travel #bangladeshi_vlogger #viralvideo