মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ তায়ালা নাজিল করেছেন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে। এটি সেই মহাগ্রন্থ যা নাজিল হয়েছিল আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর উপর।
এটি সেই কিতাব যাতে কোনোই সন্দেহ নেই। এই গোটা মহাবিশ্বে এমন কোনো জিনিস নেই যেটি এই কিতাবে উল্লেখ করা নেই। দৈনন্দিন জীবনে চলার পথে কখন কি করতে হবে , কিভাবে করতে হবে সব কিছুই এই কিতাবে সুন্দরভাবে বলা আছে।
মুসলমান হিসেবে আমাদের উচিৎ প্রতিনিয়ত কোরআন তেলওয়াত করা , অর্থ বোঝা ও সেই হিসেবে নিজের জীবনকে পরিচালনা করা ।
আল্লাহ তায়ালা সবাইকে আল কোরআন বুঝে ইসলামি বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন ❤️
The Holy Quran Tilawat
Surah Al-Baqarah سورة البقرة
Arabic to bangla translation