পরিচালক সুভাষ দত্তের সর্বশেষ টেলিছবি 'মাইলা আমার'
শিল্পীঃ শাহেদ শরীফ খান, দীপা খন্দকার, আহমেদ শরীফ, শর্মিলী আহমেদ ও স্থানীয় শিল্পীবৃন্দ।
পান্ডুলিপিঃ সুভাষ পাল কানু
নির্দেশনাঃ সুভাষ দত্ত
প্রধান সহকারি পরিচালকঃ কমল সরকার
চিত্রগ্রহনঃ এস, কে ,বাচ্চু
গীত রচনাঃ কমল কল্যাণ
সঙ্গীত পরিচালনাঃ ফুয়াদ নাসের বাবু
সম্পূর্ণ ছবিটি মৌলভী বাজারের বিভিন্ন চা বাগান, বাংলো, মাধবকুন্ডসহ বিভিন্ন টিলা
ও দৃষ্টিনন্দন স্থানে চিত্রায়িত হয়। ছবিটির একটি বিশেষ অংশের চিত্রায়ন করা হয়
ঢাকার কাকরাইল চার্চে।