পুতুলের বিবাহ,
এটা কোন পুতুল খেলার পুতুল না ,
বঙ্গবন্ধুর দৌহিত্রী , ডঃ ওয়াজেদ মিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিয়ে,
পিতা মাতা বিদায় জানাচ্ছেন আদরের কন্যা কে ।
তখন বিএনপি জোট বিরোধী খুব আন্দোলন চলাকালে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া এ আমন্ত্রণে বিয়েতে অংশগ্রহণ করেন।
কিছু রাজনৈতিক বিশ্লেষক মঙ্গলবার (৩ জানুয়ারি ১৯৯৫ ) গভীর রাতে হাসিনার কন্যা সায়মা ওয়াজেদের বিয়ের অনুষ্ঠানে খালেদা জিয়ার উপস্থিতিতে একটি সমঝোতার আশার আলো দেখতে পান।
কিছু রাজনীতিবিদ বলেছেন যে তারা আশা করেছিলেন দুই নেতা, বহু মাসের মধ্যে প্রথমবারের মতো মুখোমুখি সাক্ষাত করেছেন, কিছু সময়ের জন্য একসাথে বসতে পারেন এবং বর্তমান অচলাবস্থা কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে একটি সংলাপ স্থাপন করতে পারেন।
তবে হাসিনা ও খালেদা শুধু পাহারায় হাসি বিনিময় করেছেন এবং এর বেশি কিছু নয়, বিয়েতে সাংবাদিকদের মতে।
গত বছর খালেদার ছেলের বিয়েতেও যোগ দিয়েছিলেন হাসিনা
However some political analysts saw a ray of hope for a rapprochement late on Tuesday (January 3) when Khaleda attended the wedding ceremony of Hasina's daughter, Saima Wajed.
Some politicians said they hoped the two leaders, meeting face to face for first time in many months, might sit together for some time and set up a dialogue on how to solve the current stalemate.
But Hasina and Khaleda only exchanged guarded smiles and nothing more, according to reporters at the wedding. Hasina also attended the wedding of Khaleda's son last year.
যদিও আমরা অনেকেই পুতুলের বিয়ের তারিখ জানিনা।
বিঃদ্রঃ আমার ভুল না ধরার জন্য ভি নিউজ প্রতিবেদনের অংশ বিশেষ তুলে ধরলাম
ভিডিও কৃতজ্ঞতা স্বাধীন ১৯৭১
আলহাজ্ব একেএম তারিকুল ইসলাম ।