#সূরা_ইয়াসিন #মনোমুগ্ধকর_কন্ঠে_কোরআন_তেলাওয়াত #চমৎকার_কন্ঠে_সূরা_ইয়াসিন #আল_কুরআন_তিলাওয়াত #মন_জুড়ানো_তেলাওয়াত #ইয়াসিন_সূরা_বাংলা_অনুবাদ #ইয়াসিন_সূরা_বাংলা_অনুবাদ #ইসলামিক_ভিডিও #কুরআন_তিলাওয়াত #কোরআন_তেলাওয়াত #মন_জুড়া‌নো_তেলাওয়াত #দোয়া_ও_আমল #কুরআন_শিক্ষা #sura_yasin #surah_yasin #surahyasin #surahyasinfull #islamic_video #video #viral #treding #trendingvideo #viral_video #islamicvideo
সূরা ইয়াসিনকে বলা হয় পবিত্র কুরআনের হৃদয়। সুরাটিতে রয়েছে মোট ৮৩টি আয়াত, ৫টি রুকু এবং ৭টি মুবিন। সুরাটির ফজিলত সম্পর্কে হাদিসের অনেক বর্ণনা রয়েছে।
(১) হজরত আনাস (রাঃ) বর্ণনা করেন রসুলুল্লাহ (সঃ) বলেছেন, ‘প্রত্যেক বস্তুরই একটা হৃদয় থাকে, আর কুরআনের হৃদয় হল সুরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পড়বে, মহান আল্লাহ তাকে দশবার পুরো কুরআন পড়ার সওয়াব দান করবেন।’(তিরমিজি)
(২) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, ‘সুরা ইয়াসিন কুরআনের রূহ বা হৃৎপিণ্ড। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের কল্যাণ লাভের জন্য সুরা ইয়াসিন পাঠ করবে তার জন্য রয়েছে মাগফিরাত বা ক্ষমা’।
সুরা ইয়াসিন বুঝে পড়ায় রয়েছে অনেক উপকারিতাঃ
এ সুরায় মানুষকে পরকালের প্রস্তুতির দিকে আহ্বান করে। আর পরকালভীতিই মানুষকে সৎকর্মে উদ্বুদ্ধ করে এবং অবৈধ বাসনা ও হারাম কাজ থেকে বিরত রাখে। সুতরাং দেহের সুস্থতা যেমন অন্তরের সুস্থতার ওপর নির্ভরশীল তেমনি ঈমানের সুস্থতা পরকালের চিন্তার ওপর নির্ভরশীল। এ সুরার নিয়মিত আমলকারীর প্রতি থাকে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি অর্জনকারীর কোনো গোনাহ থাকে না। সে দিক থেকে পরকালীন কল্যাণের জন্য সুরা ইয়াসিন বুঝে পড়া খুবই জরুরি।
গোনাহ মাফের মাধ্যম সূরা ইয়াসিনঃ
প্রতিদিনের কাজ-কর্মে মানুষ অনেক ভুল-ত্রুটি করে থাকে। আর এসব ভুল-ত্রুটি করা গোনাহের কাজ। গোনাহ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। আর জাহান্নাম থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হলো আল্লাহর অনুগ্রহ ও নেক আমল করা। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতে সুরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তার ওই রাতের সব গোনাহ মাফ করে দেবেন।’- (দারেমি)
হজরত ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সুরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার বিগত জীবনের সব গোনাহ ক্ষমা করে দেবেন।’ (বায়হাকি,আবু দাউদ)
দুনিয়ার জীবনে সূরা ইয়াসিন পড়লে যে উপকারঃ
হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কোনো ব্যক্তি অভাব-অনটনের সময় সুরা ইয়াসিন পাঠ করে তাহলে তার অভাব দূর হয়, সংসারে শান্তি আসে এবং রিজিকে বরকত হয় ‘ (মাজহারি)
হজরত আতা বিন আবি রাবাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আমি শুনেছি যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি দিনের বেলায় সুরা ইয়াসিন তেলাওয়াত করবে, তার সব হাজত (প্রয়োজন) পূর্ণ করা হবে।’ (দারেমি)
হজরত ইয়াহইয়া ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘যে ব্যক্তি সকালে সুরা ইয়াসিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সুখে-স্বস্তিতে থাকবে। যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে।’ (মাজহারি)
মৃত্যুর যন্ত্রণা মুক্ত থাকার মাধ্যম সুরা ইয়াসিনঃ
তাফসিরে জালালাইনের হাশিয়ায় এসেছে, ‘যদি কোনো মুসলমানের মৃত্যুর সময় হয়, আর সে সময় তার পাশে কেউ সুরা ইয়াসিন পাঠ করে, তবে বেহেশত থেকে রেদওয়ান ফেরেশতা জান্নাতের সুসংবাদ না দেয়া পর্যন্ত রূহ কবজকারী ফেরেশতা (মালাকুল মাউত) ওই ব্যক্তির রূহ কবজ করেন না। রূহ কবজের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি অবস্থান হয় রাইয়্যান নামক জান্নাতে।
হজরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে শুনেছি, তিনি বলেছেন, ‘মৃত্যুশয্যা ব্যক্তির কাছে সুরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায়। (মাজহারি)
হযরত ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘এটা (সুরা ইয়াসিন) তোমাদের মুমূর্ষু (মৃত্যুর সন্ধিক্ষণে) ব্যক্তিদের কাছে পাঠ কর।’ (আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ)
অন্য এক বর্ণনায় এসেছে, ‘এ সুরা কেয়ামতের দিন অধিক সংখ্যক মানুষের জন্য সুপারিশকারী হবে আর আল্লাহ তাআলা তা অবশ্যই কবুল করবেন।
সুতরাং মুমিন মুসলমানের উচিত প্রতিদিন সকালে অন্তত একবার এ সুরাটি তেলাওয়াত করা। কেননা এ সুরার তেলাওয়াতকারীকে ইহকাল ও পরকালে ব্যাপক কল্যাণ ও শান্তি দান করা হবে।
#yasin #yaseen
#yasinrecitation
#surahyaseen,
#surahyaseenfull
#suraalyaseen
#surah_al_yaseen
#surah_al_yaseen_full
#sura_al_yasin
#ইয়াসিন #ইয়াছিন
#ইয়াছিন_সূরা
#সূরাআলইয়াসিন
#সূরা_আল_ইয়াসিন
#মনোমুগ্ধকর_কন্ঠে_সূরা_ইয়াসিন_তেলাওয়াত
#প্রাণ_জুড়া‌নো_কন্ঠে_সূরা_ইয়াসিন_তেলাওয়াত
#মন_জুড়া‌নো_কন্ঠে_সূরা_ইয়াসিন_তেলাওয়াত
#মন_জুড়া‌নো_তেলাওয়াত
#ইয়াসিনসূরা_বাংলা_অনুবাদ
#ইয়াসিন_সূরা_সূরা_বাংলা_অনুবাদ
#islam, #islamic, #islamicvideo, #islamicvideos, #quran, #islamicpage, #islamicschool, #islamiclife, #youtube, #shortsclip, #youtubevideo, #shortstiktok, #shortsfortnite, #learn_quran, #Learn_Quran_Online, #learn_quran_from_home, #Learn_Quran_Online_From_Home, #learning_quran, #easy_learning_Quran, #sarol_mote_diner_pathe, #কুরআন_প্রশিক্ষণ, #কুরআন_শিক্ষা,#কুরআন, #আল_কুরআন, #সহ‌জে_কুরআন_শিক্ষা, #মাখরাজ, #সরল_মতে_দ্বীনের_পথে
#সূরাইয়াশিন #সূরা_আল_ইয়াশিন #কোরআন_তেলাওয়াত #কুরআন #কুরআনতিলাওয়াত #কুরআন_তিলাওয়াত