বিশেষ প্রক্রিয়ায় পোড়ানো হচ্ছে পরিত্যক্ত পলিথিন আর তা থেকেই উৎপাদন হচ্ছে জ্বালানী তেল,গ্যাস আর ছাপাখানায় ব্যবহারের কালি।
শুনতে অবাক লাগলেও সাতমাস গবেষনার পর রংপুরের মিঠাপুকুর উপজেলার খামার পাড়া এলাকার বেকার যুবক মাজহারুল ইসলাম করে দেখিয়েছেন এই অসাধ্য সাধন।
বর্তমান বাজারে জ্বালানি তেলের দাম আকাশ ছোয়া আর তাই তেলের চাহিদার যোগান দিতেই এমন উদ্ভাবনী কাজ করছেন তরুন উদ্যোক্তা মাজহারুল ।
শুরুর দিকে গ্রামের মানুষের কাছে পাগল উপাধি পেয়েও হার না মানা এই যুবক তাক লাগিয়েছে সবাইকে।গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই জ্বালানি তেল নিতে আসছেন এখানে।
ভক্সপপ গ্রামবাসী
একলাখ টাকা মূল্যের কারখানায় পরিক্ষামূলকভাবে ১০ কেজি পলিথিন পুড়িয়ে নিদিষ্ট তাপমাত্রায় বাষ্পীভূত করে কয়েক স্তরে প্রায় ৮ লিটার ডিজেল, পেট্রোল, অকটেন এবং গ্যাস তৈরী করেন এই উদ্যোক্তা। আর বাকি অংশ ব্যাবহার করা হয় ছাপাখানার কালী হিসেবে।
প্রতিদিন প্রায় কয়েকলিটার পেট্রোল ডিজেল বিক্রি করেন মাজহার।লিটার প্রতি তেল উৎপাদন খরচ মাত্র ৬০-৬৫ টাকা হয় বলে জানিয়েছেন এই উদ্যোক্তা।
ভক্সপপ
মাজহারুল ইসলাম
উদ্যোক্তা
বিষয়টি এখন পর্যন্ত জানেন না স্থানীয় চেয়ারম্যান
ফোনো ভক্সপপ
মুকুল আলী চেয়ারম্যান
৯ নং ময়েনপুর ইউনিয়ন
সবকিছু ঠিক থাকলে সার্বিক সহোযোগিতা করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সট (ফোনো) ছবি দেয়া আছে।
মোঃ রুহুল আমিন
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি)।
মিঠাপুকুর, রংপুর।
মাজহারের স্বপ্ন, বড় পরিসরে কারখানা গড়ার, সেই সাথে কয়েকজন বেকার যুবকের কর্মসংস্থান হবে বলে আশা রাখেন তিনি।
পিটিসি-
Assalamu Alaikum Rahmatullahi Barkatu Many events happen in the world every day and in the age of smartphones, I am presenting the flow of those events in front of you. I will present what is happening here in addition to journalism. Stay with the content that you will get here in accordance with all the facts. thank you