Minimally Invasive Cardiac Surgery (MICS)
--------------------------------------------------------------------------------
বুকের হাড় না কেটে প্রথমবারের মত সরকারীভাবে বাংলাদেশে সফলভাবে হার্ট অপারেশন সম্পন্ন করেছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এ। MICS পদ্ধতিতে পাজরে ছোট ছিদ্র করে ১২ বছর বয়সী মেয়ে নুপুরের সফল হার্ট অপারেশন সম্পন্ন করি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটএ আমার টিম নিয়ে।
সাধারণত বাইপাস অপারেশন বুকের পাজরের হাড় কেটে অপারেশন করে থাকি। কিন্তু এমআইসিএস পদ্ধতিতে বুকের হাড় না কেটে আমরা খুব ছোট একটি ছিদ্র করে হার্ট অপারেশন করে থাকি। এর সুবিধা হচ্ছে রক্তক্ষরণ কম হয়, ইনফেকশন কম হয়ে থাকে, রোগী খুবই তাড়াতাড়ি সুস্থ্য হয়ে যায়। এটা বিশ্বের কিছু দেশে এ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে এ ধরণের অপারেশন করা হয়ে থাকে।
-----------------------------------
My Live Tv Program.
Copy Right by Independent TV
============
Follow me
============
Facebook: / dr-asraful-hoque-sium-284315148965399