দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে যু*দ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতি। এক্ষেত্রে বড় অবদান রাখছে কৃষি। ডালিম বা আনার চাষ আফগানিস্তানের অন্য কৃষি। আফগানিস্তান এতদিন সাধারণ ফল হিসেবে ডালিম রপ্তানি করলেও এখন সেটি পানীয় আকারে রপ্তানি করছে। এই পানীয়র নাম ‘পামির কোলার শাফা’। এরই মধ্যে পানীয়টি বিশ্বজুড়ে সারা ফেলেছে। এটিকে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত কোকাকোলার বিকল্প এবং স্বাস্থ্যকর পানীয় হিসেবে ভাবা হচ্ছে। এই পানীয় কিনছে যুক্তরাষ্ট্রও। একের পর এক সুসংবাদ আসছে ইসলামী ইমারতের আফগানিস্তান থেকে। তারা ক্ষমতায় আসার পর সেখানে মহান আল্লাহর নেয়ামত জাজির ভান্ডার এভাবে উন্মোচিত হচ্ছে তার ধারাবাহিকতায় চলতি বছর ফলের জুস উৎপাদনে বিশ্বে শীর্ষস্থান দখল করে নেয় আফগানিস্তান। দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত দেশ আফগানিস্তান প্রাকৃতিক সম্পদ তেল, গ্যাস, কয়লা ও কৃষিতে ভর করে কি ভাবে ঘুরে দাঁড়াচ্ছে? তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক…