ইসরাইলি পণ্য , আপনার বাপেরও ক্ষমতা নাই বয়কট করার। কারণ, আসল ইজরায়েলি পণ্য বর্জন করতে চাইলে মার্কিন যুক্তাষ্ট্রভিত্তিক সকল কোম্পানির পণ্য বর্জন করতে র। কিন্তু তা করার সাহস আর সামর্থ আপনার আমার কি আদেও আছে ? নাকি শুধু মরা কান্না কানতে থাকবেন ? গুগল , ফেসবুক,ইউটিউব,আইফোন ব্যাবহার করে কান্না করতে থাকবেন আল্লাহ আপনি ফিলিস্তিনিদের পাশে দাড়ান । আমি পারবো না !