ভারতের অন্যতম সেরা সামুদ্রিক ডেস্টিনেশন লাক্ষাদ্বীপ। দ্বীপটির ভার্জিনিটি ও বিশালতার জন্য এটি আপনার কাছে হানিমুন ডেস্টিনেশনও হয়ে উঠতে পারে।
কেরলা উপকূলে অবস্থিত লাক্ষাদ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ নীল সমুদ্র আর সমুদ্র তট। লাক্ষাদ্বীপের নিজস্ব বৈশিষ্ট্য ফিরোজা নীলাভ জল, অদূষিত সমুদ্র-সৈকত, প্রবাল প্রাচীর, সমুদ্রের নীচের প্রবাল আর প্রবালের মধ্যে থাকা সামুদ্রিক জীব। স্বচ্ছ নীল জলের সঙ্গে নীল আকাশ মিলে যে দীগন্ত তৈরি করে তা লাক্ষাদ্বীপের প্রকৃতির আলাদা সম্পদ। এখানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আপনি জল-ক্রীড়া করতে পারবেন। সান বাথসহ সমুদ্রের নিজস্ব আকর্ষণ রয়েছে এখানে।
কাভারত্তি, কাডমট, কিলত্তন, কালপেনি, আগাট্টা, আমিনি, আদ্রোত, চেট্টলাট, মিনিকয়, বিত্রাসহ ৩৬টি দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ।
যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং প্রতিকৃতিকে অন্বেষণ করতে পছন্দ করেন তাদের কাছে লাক্ষাদ্বীপ একটি যোগ্য গন্তব্যস্থল। লাক্ষাদ্বীপের আদিম সৌন্দর্য্যতা আপনাকে বিমোহিত করবে। শহুরে কলরব ও বিশৃঙ্খলা থেকে বহুদূরে অবস্থিত এই লাক্ষাদ্বীপে আপনি কেবল সমুদ্র সৈকতে আছড়ে পড়া তীব্র জলতরঙ্গ এবং শঙ্খচিলের কলকাকলির আওয়াজই শুনতে পাবেন। শহুরে উন্মত্ততা থেকে আপনি এই দ্বীপপুঞ্জে এক অনাবিল অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা
ঢাকা ট্যুরিস্ট
১৮০-১৮১, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণী (নবম তলা), বিজয় নগর, ঢাকা-১০০০।
ওয়েবসাইট: dhakatouristclub.com, dhakatourist.com
Facebook Page: facebook.com/dhakatourist
Facebook Group: facebook.com/groups/dhakatouristclub