ক্লাস থ্রি এর ইসলাম ও নৈতিক শিক্ষা বইতে দুর্গার ছবি। ঘটনাটা তো সত্য, আবার কেউ কেউ ভিডিও দিচ্ছেন ছবি নাই। তাহলে আসল বিষয়টি কি? জানুন আজকের এই ভিডিওতে।
ক্লাস থ্রি এর ইসলাম ও নৈতিক শিক্ষা বইতে যে দুর্গার ছবি তা হলো হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের ইংরেজি ভার্সনের। স্বাভাবিক ভাবেই এতে মুসলিম সম্প্রদায়ের ফুসলে ওঠার কথা, কারন হিন্দু ধর্ম শিক্ষা বইয় যদি কাবার ছবি আসত তাহলে তারাও ক্ষোভ প্রকাশ করত।
ঘটনাটা মুলত বাংলাদেশের ক্লাস থ্রির সকল বইয়ে হয়নি, মাত্র ২ টা জেলায় কিছু স্কুলে এই ভুলটা পাওয়া গেছে।
কতৃপক্ষ টের পাওয়া মাত্রই সকল বই তুলে নিয়েছেন, এবং তদন্তের আশ্বাস দিয়েছেন। অবশ্যই ভালোভাবে এর তদন্ত দাবি করি। এটা কি উদ্দেশ্য প্রনোদিত নাকি ভুল, আর ভুল হলেও কেনইবা এমন ভুল?
তো যারা বিষয়টি ক্লিয়ার ছিলেন না তাদের বলি, সব বইয়ে নয় মাত্র দুইটা জেলার কিছু স্থানে এমন ভুল করা বই পাওয়া গেছে। তাহলে ছবি আছে আর ছবি নাই দুটোই সত্য।
অন্যদিকে আদম হাওয়া পাপ করলো নামের একটা পেইজ ভাইরাল হয়েছে। যা আমাদের কোন পাঠ্যবইয়ে নয়৷ অনেকেই স্কুলের পাঠ্যসুচির অংশ দাবি কতে এটা পোস্ট করেছেন। যা সত্য নয়। এর সাথে nctb র কোন সম্পর্ক নাই।
তবে ছবিটা এডিটেড নয়, এটা আলোর দিশারি নামক বইয়ের একটা পেইজ, লাউট ফাউন্ডেশন বাংলাদেশ এটা বের করেছেন। তাদের কাছে জবাদিহিতা চাওয়া যেতে পারে।
দর্শক কোন কিছু শেয়ারের আগে আসুন আসল সত্য জানার চেস্টা করি সচেতন থাকি। ভিডিও শেয়ার দেই সচেতনতা বাড়াই।
মনে রাখবেন সচেতনতাই নিরাপত্তা।
We make videos for social, behavioral and health awareness. Please subscribe to my channel & stay with my awareness initiative.
Thank You.