মাউন্ট এভারেস্টের দেশ নেপাল । দেশটির রাজধানী কাঠমন্ডু । পৃথিবীর সর্বোচ্চ ১০ টি পর্বতের ৮ টিই নেপালে অবস্থিত। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত। নেপালের ৮১ শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী । দেশটির আয়তন প্রায় ১,৪৭,১৮১ বর্গকিমি । ২০০৮ সালে নেপালের ২৪০ বছরের রাজতন্ত্র বিলুপ্ত হয়ে , গনতান্ত্রিক সরকার গঠিত হয় । বর্তমানে নেপালের জনসংখ্যা প্রায় ২ কোটি ৯০ লাখ । বাংলাদেশের সাথে নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে । প্রতিবছর অসংখ্য বাংলাদেশি পর্যটক নেপালে কাঠমন্ডু শহর ভ্রমন করতে যায় । অসংখ্য নেপালি শিক্ষার্থী বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে ।
#নেপাল
#কাঠমন্ডু
#deshbidash bd
#দেশ_বিদেশ_বিডি