রসুলের গায়ে থুথু নিক্ষেপকারীর ভয়ানক পরিণতি
..............
আখেরী নবী বিশ্বনবী হুজুরে পাক সঃ ছিলেন পবিত্রতার মূর্তপ্রতীক। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি। নবীকূলের শিরোমণি তিনি। তিনি সেই মানুষ যাকে সমগ্র সৃষ্টিজগতের প্রতি রহমত হিসেবে অভিহিত করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। বিশ্বের শত কোটি মুসলিম হৃদয় যার প্রতি আবেগ-অনুভূতি আর ভালোবাসায় সিক্ত। যার ব্যাপারে এতটুকু মন্দ শব্দ উচ্চারণ করলে রক্তক্ষরণ ঘটে কোটি কোটি মানুষের হৃদয়ে, বিক্ষুব্ধ হয়ে ওঠে মুমিন-মুজাহিদের আত্মা। কিন্তু ইসলাম প্রচারের প্রারম্ভকালে সেই মানুষটিকে সহ্য করতে হয়েছিল বহু অপমান। আঘাতে আঘাতে জর্জরিত হয়েছিল তার পবিত্র শরীর। শুনতে হয়েছিল পাগল, গণক, মিথ্যাবাদী, জাদুকর- এমন নানা অপবাদ। ইসলামের ইতিহাস থেকে আজ আমরা তুলে ধরবো এমন এক নরাধমের কথা, যে ছিল রসুলের একান্ত আপনজন, অথচ ছিল অজ্ঞ আর অভিশপ্ত। ইতিহাসে সে-ই একমাত্র ব্যক্তি, যে রসুলে পাক সঃ এর পবিত্র চেহারা মোবারক লক্ষ্য করে থুথু নিক্ষেপের দুঃসাহস দেখিয়েছিল। আর এর পরিণতি হিসেবে তাকে পৃথিবীতেই ভোগ করতে হয়েছিল ভয়ানক শাস্তি। কে ছিল সেই নালায়েক বেত্তমিজ, রসুলের সাথে কি ছিল তার সম্পর্ক, আর কি ঘটেছিল তার কপালে, তুলে ধরবো ইসলামিক ভিডিও বাংলার আজকের পর্বে। ভিডিওয়ের শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে।