Surah || سورة الملك|| olair pcd at gi *
Mulk Recited By Ridjaal Ahmed | 2 | An Dua
কন্ঠে
ভাইরাল
সূরা মূলক বাংলা উচ্চারণ : সূরা মূলক (Arabic: allall öy9w)
পবিত্র কুরআন শরীফের ৬৭ তম সূরা। মূলক শব্দের অর্থ হল
সার্বভৌম ক্ষমতা (Sovereignty). সূরাটির আয়াত সংখ্যা ৩০ টি।
সূরাটি মক্কায় অবতীর্ণ হয় তাই এটি মাক্কী সূরার শ্রেণীভুক্ত। এই
সূরাটিতে প্রথমে আল্লাহর সার্বভৌম ক্ষমতার কথা বলা হয়েছে
এবং মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে। এই সূরাটিতে
জোর দিয়ে বলা হয়েছে কোনো ব্যক্তি নিজের ইচ্ছা অন্যের
উপর চাপিয়ে দিতে পারে না বরং কেবল তাকে গাইড করতে
পারে এবং একটি উদাহরণ স্থাপন করতে পারে।
♥️♥️
হযরত আবু হুরাইরা (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেনকোরআন পাকে ত্রিশ আয়াতের একটি সূরা আছে,
যা এক ব্যক্তির জন্য সুপারিশ করেছে, ফলে তাকে মাফ করে
দেওয়া হয়েছে। সেই সূরাটি “তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক”