azwad বাবু পৃথিবীতে আগমনের গল্প- মা হওয়ার ভয়াবহ হসপিটালের অভিজ্ঞতা | Umme's Vlog
মা হতে হলে কষ্ট করতে হবেই সবাইকে কম বা বেশি, কিন্তু এই যুগে এসে যেখানে সব কিছু এতো advance সেখানে আমাদের বাবু দুনিয়াতে আসলো সেই আগের দিনে মা খালাদের সাথে বাবু জন্মের সময় যা হতো ঠিক তেমন ভাবেই ঘটলো আমার সাথেও। অনেক বেশি কষ্ট হয়েছে আমার, এমন পরিস্থিতির জন্য মানুষিক ভাবে প্রস্তুত ছিলাম না তারপরও আল্লাহ ওই খারাপ situation টা পাড় করিয়ে দিয়েছেন,আমাদের মা খালারা আসলেই এতো এতো কষ্ট করে দুনিয়াতে নতুন প্রাণ আনতেন সেইটা ওই সেইম situation না পরলে আমি বুজতাম না। মা`রা আসলে সব সইতে পারে কারণ তাঁরা মা, আলহামদুলিল্লাহ্‌ আমরা মা ছেলে সুস্থ আছি এটাই বড় প্রাপ্তি।